বৃষ্টির পূর্বাভাস থাকলেও শহরবাসী নাজেহাল ভ্যাপসা গরমে। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আলিপুর আবহাওয়া দপ্তর তরফে জানানো হলো, আজ অর্থাৎ শনিবার কলকাতায় আছড়ে পড়তে পারে ৫০ কিমি বেগে ঝড়। শুধু তাই নয়,আজ থেকে আগামী ৪ দিন অর্থাৎ ২৫ তারিখ কলকাতা সহ দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভবনা রয়েছে।
জানা গিয়েছে , শনিবার অর্থাৎ আজ দক্ষিণবঙ্গের প্রায় প্রত্যেক জেলাতেই ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। তার সাথে থাকবে বৃষ্টি। কিন্তু বৃষ্টি হলেও গরমের হাত থেকে কোনোভাবেই রেহাই পাবেনা দক্ষিণবঙ্গবাসী। আবহাওয়া দপ্তরের কর্তারা জানিয়েছেন, যে ভ্যাপসা গরম এই মুহূর্তে রয়েছে সেই তাপমাত্রাই বহাল থাকবে। তবে বৃষ্টির সময় সাময়িক স্বস্তি মিলতে পারে।
উত্তরবঙ্গ প্রসঙ্গে কর্তারা আগেই জানিয়েছেন যে শনি এবং রবিবার অর্থাৎ আজ এবং কাল কোচবিহার এবং আলিপুরদুয়ারে ৩০-৪০ কিমি বেগে ঝড়ের সাথে ভারী বৃষ্টির সম্ভবনা রয়েছে। এছাড়া উত্তরবঙ্গের অন্যান্য জেলা অর্থাৎ দুই দিনাজপুর, মালদা, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিংপংয়ে বজ্রবিদ্যুত সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভবনা রয়েছে।
অর্থাৎ আজ থেকে আগামী কদিন রাজ্যজুড়েই চলবে ঝড় বৃষ্টি কিন্তু তাপমাত্রার সেরকম কোনো বদল হবেনা , অস্বস্তি বজায় থাকবে।