এসএসসি নিয়োগে দুর্নীতি মামলায় ইতিমধ্যেই নাম জড়িয়েছে রাজ্যের হেভিওয়েট মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের। আর এবার সেই মামলায় প্রশ্ন উঠলো মন্ত্রীর সম্পত্তি নিয়ে। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় রীতিমত কটাক্ষের সুরে প্রশ্ন তুললেন ,মন্ত্রীর যাবতীয় সম্পত্তির হিসেব হলফনামা আকারে আদালতে জমা করতে কি পারবেন। একাধিক সম্পত্তির প্রসঙ্গ উল্লেখ করেন বিচারপতি, বলেন, পার্থ চট্টোপাধ্যায়রের সারমেয়র জন্য সে ফ্ল্যাট রয়েছে সেই ফ্ল্যাটের ঠিকানা বিচারপতি অভিজিৎবাবুর কাছে আছে শুধু তাই নয় মন্ত্রীর নাকতলাতে যে দ্বিতল ফ্ল্যাট আছে সেটাই অজানা নয়।এই সব সম্পত্তির হিসেব পেশ করা হোক এবং এর পূর্ণাঙ্গ তদন্ত হোক এমনটাই চান বিচারপতি।
এসএসসি নিয়োগ দুর্নীতি প্রসঙ্গে তিনি বলেন , এসএসসি উপদেষ্টা কমিটির সাথে ভালোই সম্পর্ক ছিল পার্থবাবুর, এবং তা ছাড়াও ওই কমিটিতে কি হচ্ছে না হচ্ছে তার সম্পূর্ণ রিপোর্ট যেত পার্থবাবুর কাছেই , তাহলে উনি কিছুই জানেননা, সেটা হতে পারেনা!
আজকের শুনানিতে বারংবার দুর্নীতি নিয়ে কটাক্ষের সুর শোনা গিয়েছে বিচারপতির গলায়। তিনি সরাসরি প্রশ্ন তোলেন রাজনীতিবিদরা এত টাকা কথা থেকে পাচ্ছেন ? এর পাশাপাশি তিনি চান ,সব দুর্নীতিগ্রস্ত রাজনীতিবিদের বিরুদ্ধে পদক্ষেপ করা হোক।