২০২১ এর নির্বাচনের বৈতরণী পার করার আগেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী ঘোষণা করেছিলেন তৃতীয় বারের জন্য মসনদে বসতে পারলে তিনি নিয়ে আসবেন লক্ষীর ভান্ডার প্রকল্প। নীলবাড়ি দখলের পর ২০২১ সালের পয়লা জুলাই মুখ্যমন্ত্রী নিজেই সূচনা করেন এই প্রকল্পের।
জানা গিয়েছে , আগামীকাল একটি অনুষ্ঠানে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যাবেন মমতা ব্যানার্জী, আর সেইখান থেকেই লক্ষীর ভান্ডার টাকা প্রদান করতে পারেন তিনি। বাঙালির লক্ষীবার বৃহস্পতিবারেই লক্ষীর ভান্ডারের টাকা প্রদান করতে পারেন মমতা।
লক্ষীর ভান্ডার প্রকল্পের মাধ্যমে প্রায় ৬০ লক্ষ মহিলা সুবিধা পান। সূত্রের খবর অনুযায়ী, আগামীকাল আরও নতুন কিছু সংযোজন করতে পারেন মুখ্যমন্ত্রী।