আজ পবিত্র ঈদ, গত ২ বছর কোরোনার কারণে রেডরোডের ঐতিহ্যশালী নামাজপাঠ বন্ধ থাকার পর চলতি বছরে জমায়েত করে নামাজ পাঠের অনুমতি দেওয়া হয়েছিল আর সেই মঞ্চ থেকেই সম্প্রীতির বার্তা দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। রেড রোডে মমতার সাথে উপস্থিত ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
দেশজুড়ে যে হিংসার পরিস্থিতি শুরু হয়েছে তার বিরুদ্ধে কণ্ঠ দৃঢ় করে মমতা বলেন, ‘‘দেশে যা হচ্ছে তা ঠিক নয়। ‘ডিভাইড অ্যান্ড রুল’ নীতি চলছে। আমরা এর বিরুদ্ধে লড়ব। মাথা নোয়াব না। যারা দেশকে টুকরো করতে চাইছে, তাদের গদিচ্যুত করে শান্তি ফেরানোই আমাদের একমাত্র লক্ষ্য।’’
এই প্রসঙ্গে বাংলার জয়ধ্বনি শোনা গেলো মমতার মুখে, তিনি বলেন, “বাংলা সবার থেকে আলাদা। আমরা সবার বিশ্বাস সব ধর্ম সঙ্গে নিয়ে চলি। এখানে যে যাঁর ধর্মাচরণ নিয়ে শান্তিতে থাকেন। তবে যখন উৎসব হয় তখন গোটা বাংলা তা একসঙ্গে পালন করে।”
আর এরপর মমতার গলায় কটাক্ষের সুর , পরোক্ষভাবে বিজেপির উদ্দেশ্যে সুর চড়িয়ে বলেন ,‘‘বাংলার মতো ধর্মীয় ঐক্য দেশের আর কোথাও নেই। তাই অনেকেই আমাদের হিংসা করে। আমাদের মধ্যে ভেদাভেদ তৈরির চেষ্টা করে। কিন্তু বাংলা লড়তে জানে। তারা এই ধরনের চেষ্টার কাছে মাথা নোয়াবে না।’’