রাজ্যজুড়ে প্রায়শই শোনা যায় স্বাস্থ্যসাথী কার্ড থাকা সত্ত্বেও রোগী ভর্তি নেওয়া হচ্ছেনা কিংবা রোগী বিনা চিকিৎসায় মারা গিয়েছেন স্বাস্থ্যসাথী কার্ডের আওতায় চিকিৎসা না পেয়ে। স্বাস্থ্য কর্তারা বারংবার বেসরকারি হাসপাতালগুলোকে নির্দেশ দিলেও সেই কথা শোনা হয়নি এমন অভিযোগ বারংবার এসেছে। আর এবার সেই সমস্ত অভিযোগের ভিত্তিতে কঠোর হলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। আজ নবান্নের ভার্চুয়াল বৈঠকে বসে তিনি স্পষ্টতই জানিয়ে দিলেন , স্বাস্থ্যসাথী কার্ড ফেরালে কড়া আইনি ব্যবস্থা নেওয়া হবে শুধু তাই নয় তিনি স্বাস্থ্য আধিকারিকদের “রাফ অ্যান্ড টাফ” হওয়ার নির্দেশ দিয়েছেন। এবং যে সমস্ত হাসপাতাল স্বাস্থ্যসাথী কার্ড থাকা সত্ত্বেও রোগী ফিরিয়ে দেবেন সেই সমস্ত হাসপাতালের স্বাস্থ্য পরীক্ষাও করা হবে বলে জানিয়েছেন তিনি।
নবান্নে আজ করোনা মোকাবিলা নিয়ে একটি বৈঠক করেন মমতা , অন্যান্য রাজ্যের তুলনায় পশ্চিমবঙ্গের স্বাস্থ্য পরিষেবা ভালো এমনটা জানিয়ে তিনি আবেদন করেন, বাংলায় সমস্ত চিকিৎসার ব্যবস্থা রয়েছে তাই রাজ্যবাসী যাতে অন্য রাজ্যে গিয়ে চিকিৎসা না করান।