মায়ের কাছে তার সন্তান যেমনই হোক না কেন সে বড়ো আদরের, তাই ছেলে মেয়ের মৃত্যুর পরও মা আগলে তাদের শবদেহ। সূত্রের খবর, দুই ছেলে মেয়েকে নিয়ে ২০১৯ সাল থেকে নিউটাউনের সিডি ব্লক নিবাসী ওই মহিলা ভাড়া থাকতেন। মঙ্গলবার সকালে ওই মহিলা সাত তলায় প্রতিবেশীদের কাছে সাহায্য চাইলে, ওই মহিলার ঘর থেকে দুর্গন্ধ পেয়ে পুলিশকে খবর দেন প্রতিবেশীরা।
পুলিশ ফ্ল্যাটের ভিতর একটি ঘর বন্ধ অবস্থায় দেখে খুলতে বলায় প্রথমে ওই ঘরের দরজা খুলতে অস্বীকার করেন ওই মহিলা। পরে পুলিশ ঘরের দরজা ভাঙতে উদ্যত হলে ওই মহিলা ঘরের দরজাটি খুলে দেন। বন্ধ ওই ঘরের বিছানা থেকে মৃতদেহ উদ্ধার করে পুলিশ।বিগত চার পাঁচ দিন ধরে ওই মহিলা ছেলে মেয়ের মৃতদেহের্ মাঝেই থাকতেন বলে প্রাথমিক অনুমান পুলিশের। তবে ছেলে মেয়ের মৃত্যুর কারন জানা না গেলেও ওই মহিলাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়ার পাশাপাশি ঘটনাটির তদন্ত শুরু করেছে পুলিশ।