এপ্রিল শেষের দাবদাহের ফলে রাজ্য শিক্ষা দপ্তর তরফে গরমের ছুটি দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল কিন্তু এই মুহূর্তে তাপমাত্রা স্বাভাবিক থাকায় শিক্ষক অভিভাবক মহল থেকে আর্জি জানানো হচ্ছে গরমের ছুটির সময় কমিয়ে দেওয়ার জন্য। আর এই দোলাচলের মধ্যেই রাজ্য শিক্ষা দফতর বেসরকারি স্কুলগুলিকে নির্দেশ দিলো তাদেরকেও দিতে হবে গরমের ছুটি। আর এহেন নির্দেশের পর বিতর্কের ঝড় উঠেছে শিক্ষামহলে।
নির্দেশিকায় জানানো হয়েছে, অফলাইনে স্কুল খোলা রেখে কোনোভাবেই ক্লাস নেওয়া যাবেনা , স্কুল সম্পূর্ণ বন্ধ রাখতে হবে। তবে ক্লাস নেওয়া যেতে পারে অনলাইনে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠানের জন্য স্কুল খোলা গেলেও যেতে পারে কিন্তু কোনোভাবেই ক্লাস করানোর জন্য স্কুল খোলা যাবেনা।
আর এহেন নির্দেশের পরে কার্যত অবাক অভিভাবকেরা। তাদের প্রশ্ন, যেখানে পরীক্ষা নেওয়া হচ্ছে , কবিগুরুর জন্মবার্ষিকী পালন করার জন্য স্কুল খোলা রাখতে বলা হচ্ছে সেখানে শুধুমাত্র পড়াশোনাটাই বাদ যাচ্ছে কেন? এছাড়াও জানা যাচ্ছে, শীঘ্রই যদি ছুটি কমানোর বিজ্ঞপ্তি না প্রকাশ করা হয় তাহলে এরপর বৃহত্তর আন্দোলনে যাবেন অভিভাবকদের বিভিন্ন সংগঠন।