বর্ষার বৃষ্টিতে ভিজতে শুরু করেছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। অনুকুল পরিবেশ থাকায় সাগর পেরিয়ে ,দক্ষিণ ও মধ্য বঙ্গপোসাগর অনেকটাই প্রবেশ করেছে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু।অন্য দিকে আরব সাগর ধরে ভারতে ঢুকেছে জলীয়বাষ্প।একই সঙ্গে তামিলনাড়ু উপরে একটি ঘূর্ণাবর্ত থাকায় এবং পশ্চিম রাজস্থান থেকে অসম পর্যন্ত মৌসুমী অক্ষরেখা বিস্তৃত থাকায় বর্ষার পথে কোন বাধা নেই। অর্থাৎ ২০২২-এ সময়ের আগে দেশে বর্ষার প্রবেশ। মৌসম ভবনের পূর্বাভাস , ১ লা জুনের বদলে ২৭ শে মে বর্ষার বৃষ্টি পেতে শুরু করবে দক্ষিণ ভারতের রাজ্য গুলি। এদিকে বাংলার বায়ুমণ্ডল জলীয়বাষ্প ভরে ওঠায় বাতাসে ক্রমশ বাড়ছে আর্দ্রতার পরিমান , যার ফলাফল অস্বস্তিকর গরম। মাঝে মধ্যে কালবৈশাখী দেখা দিলে ,তাতে ক্ষনিকের স্বস্তি। তার পর যে কে সেই। যত দিন পর্যন্ত না দক্ষিণবঙ্গে বর্ষা শুরু হচ্ছে ততোদিন এই আবহাওয়া বজায় থাকবে বলে জানালো আলিপুর আবহাওয়া দপ্তর। তাহলে বঙ্গে বর্ষা কবে ? আবহাওয়াবিদরা এ প্রশ্নে যথাযত উত্তর দিতে না পারলেও তবে ১১ -ই জুনের আগে দক্ষিণবঙ্গে বর্ষার বৃষ্টির শুরু হওয়ায় সম্ভাবনা রয়েছে।
উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শনিবার থেকে পড়তে পারে বজ্র বিদ্যুৎ সহ ভারি বৃষ্টির সম্ভাবনা। অন্য দিকে আগামী কয়েকদিন অসম, অরুণাচল প্রদেশ, মেঘালয়, মনিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এবং ত্রিপুরাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষত অসম ও মেঘালয়ে প্রবল বর্ষণের সতর্কতা জারি করেছে মৌসম ভবন