পরীক্ষার শেষ মুহূর্তে হাবরা দক্ষিণ নাংলা কে ইউ ইনস্টিটিউশন বিদ্যালয়ে মাধ্যমিক পরীক্ষার্থীর গায়ে ইলেকট্রিক ফ্যান খুলে পড়ে আহত পরীক্ষার্থী।আক্রমপুর বালিকা বিদ্যালয়ের আহত ছাত্রী পায়েল দাসের পরীক্ষা কেন্দ্র ছিল দক্ষিণ নাংলা কে.ইউ ইনস্টিটিউশন বিদ্যালয়ে।

একদম পরীক্ষা শেষ মুহূর্তে ঘটে বিপত্তি,পাখা খুলে পড়ে যায় এবং পাখার ব্লেডে সে আঘাত পায়। স্কুলের পক্ষ থেকে হাবরা স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয় তাকে।পরবর্তীতে প্রাথমিক চিকিৎসা করে ছেড়ে দেওয়া হয় তাকে ।