আঘাত পেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার বিকেলে একটি ছোট চাটার্ড ফ্লাইটে ফেরার সময়, বিমান বন্দরে অবতরনের আগে হঠাৎ ঝাঁকুনি শুরু হওয়ায় নিজেকে তৎক্ষণাৎ সামলে উঠতে পারেননি রাজ্যের মুখ্যমন্ত্রী, ঝাঁকুনির কারনে চোট পান মমতা বন্দ্যোপাধ্যায়। বিশেষজ্ঞদের মত অনুযায়ী, বায়ুমণ্ডলের অস্বাভাবিক আন্দোলনের কারনে বা এয়ার পকেটে পরে সাময়িক ভাবে নিয়ন্ত্রণ হারানোর কারণেও এমনটা হতে পারে।

কিন্তু আবহাওয়া খারাপের কোন ইঙ্গিত রেডারে ধরা পড়েনি বলেই জানিয়েছেন বিমান চালক। তবে চোট গুরুতর নাহলেও ঘটনাটি বিমানের ত্রুটির কারনে নাকি এয়ার পকেটে পরে যাওয়ার কারনে এমন হয়েছে তা মুখ্যমন্ত্রীর নিরাপত্তার খাতিরে খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন নিরাপত্তার দায়িত্ব প্রাপ্ত আধিকারিকরা।