রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে হঠাৎ যুদ্ধ ঘোষণা করায় বিপাকে পড়েছিল সে দেশে আটকে পড়া ভারতীয় পড়ুয়ারা। দেশের তুলনায় কম খরচে ডাক্তারি পড়ার ইচ্ছে পূরণ করতে ফি বছর বহু পড়ুয়াই পারি জমাত সুদূর ইউক্রেনে, সেই মত এই রাজ্যের বহু ছাত্র-ছাত্রী সে দেশে গিয়েছিলেন ডাক্তারি পড়ার আশায়। কিন্তু শিক্ষা সম্পূর্ণ হওয়ার আগেই সে দেশের যুদ্ধ পরিস্থিতির কারনে তাদের ফিরে আসতে হয় দেশে। কিন্তু যুদ্ধ পরিস্থিতে প্রাণ বাঁচিয়ে দেশে ফেরাটা একপ্রকার যুদ্ধেরই মতো, তবে এদেশে ফিরে তাদের সম্মুখীন হতে হয় আরেক যুদ্ধের।ডাক্তারি পড়া মাঝপথে ছেড়ে দেশে ফিরতে হওয়ার কারনে সংকটে তাদের ভবিষ্যৎ।এ রাজ্যের মোট ৩৯১ জন পড়ুয়া ইউক্রেনে পড়াশোনা মাঝপথে থামিয়ে যুদ্ধকালীন পরিস্থিতিতে দেশে ফিরে এসেছেন। তাই এবার ওই পড়ুয়াদের পাশে দাঁড়ালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

ন্যাশনাল এলজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট (নিট ) পাশ করলে তবেই মেলে এদেশে মেডিকেল কলেজে পড়ার সুযোগ, কিন্তু ইউক্রেন ফেরত বেশ কিছু ডাক্তারি পড়ুয়া এ শর্ত পূরণ করেননি। তাই ওই ছাত্রছাত্রীরা যাতে আবার ডাক্তারি পড়া শুরু করতে পারেন এজন্যে এই সমস্ত পড়ুয়াদের আশ্বস্ত করতে বুধবার ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে ইউক্রেন ফেরত পড়ুয়াদের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী। এ পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর কাছে ন্যাশনাল মেডিকেল কমিশনের বিধিনিষেধ শিথিল করার আবেদন জানান মুখ্যমন্ত্রী। ওই পড়ুয়াদের আশ্বস্ত করে তিনি বলেন, আগামী দু তিন দিনের মধ্যেই রাজ্যের স্বাস্থ্য সচিব নারায়নস্বরূপ নিগমের মারফত এনএমসি কে রাজ্যের তরফে এই পড়ুয়াদের পড়াশোনা অবিলম্বে শুরু করার জন্য চিঠি দেওয়া হবে।
এমনকি তিনি এও বলেন যে ন্যাশনাল মেডিকেল কমিশন যদি রাজ্যের পড়ুয়াদের ভবিষ্যতের পথে বাধা হয়ে দাঁড়ায় তাহলে তিনি এই পড়ুয়াদের সাথে নিয়ে দিল্লিতে দরবার করতেও পিছপা হবেন না।তিনি জানান, মেডিক্যালের পঞ্চম ও ষষ্ঠ বর্ষের পড়ুয়াদের সরকারি মেডিক্যাল কলেজে ইন্টার্নশিপের ব্যবস্থা করা হবে সরকারি ভাতায়। ইউক্রেন ফেরত পড়ুয়াদের এ রাজ্যে পড়াশোনা করতে যাতে ফের টাকা খরচ করতে না হয়, সে প্রসঙ্গ তুলে মুখ্যমন্ত্রী জানান, ‘‘বেসরকারি মেডিক্যাল কলেজে এক তৃতীয়াংশ কোটা থাকে রাজ্যের হাতে, সেই কোটায় ইউক্রেন ফেরতদের ভর্তি করা হবে এবং তার জন্য যে অতিরিক্ত খরচ হবে, তা রাজ্য সরকার ও মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ অর্ধেক অর্ধেক করে দিয়ে দেবে। সে ক্ষেত্রে সরকারি মেডিক্যাল কলেজে পড়ার খরচেই বেসরকারি মেডিক্যাল কলেজে পাঠ শেষ করতে পারবেন পড়ুয়ারা।’’ তবে এদিন মৌখিক আশ্বাস দেওয়ার সাথে সাথে বৈঠকের পর প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে চারদফা বক্তব্যও পেশ করার মাধ্যমে বিষয়টি সহানুভূতির সঙ্গে বিচার করার জন্য অনুরোধও জানিয়েছেন এ রাজ্যের মুখ্যমন্ত্রী।
রাজ্যে ফেরত ডাক্তারি পড়ুয়াদের সাথে সাথে রাজ্যে ফিরে আসা ইউক্রেন পড়ুয়াদেরও পাশে দাঁড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁদের রাজ্যের কোনও ইঞ্জিনিয়ারিং কলেজে পড়ার ব্যবস্থা করে দেবে সরকার। এমনকি যে তিন জন কাজের আশায় গিয়েছিলেন ইউক্রেনে। তাঁদেরও কাজের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।তবে অধিকাংশ পড়ুয়াদের প্রশ্ন একটাই এদেশে ডাক্তারির ইন্টার্নশিপ বা পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য মিলবে কি এনএমসি’র অনুমোদন ?