গত ২৬শে ফেব্রুয়ারি আনিস খানের মৃত্যুর প্রতিবাদে হাওড়া গ্রামীণ পুলিশ সুপারের অফিস ঘেরাও অভিযানে পুলিশের ওপর হামলা সহ একাধিক জামিন অযোগ্য ধারায় গ্রেফতার করা হয় মীনাক্ষী মুখোপাধ্যায় সহ ১৬জন বাম ছাত্র-যুব নেতা এবং অন্যান্য বহু নেতা কর্মী। তবে সোমবার ডিওয়াইএফআইএ এর রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায় সহ ১৬জনকে জামিন দিল হাওড়া আদালত।

শর্ত সাপেক্ষে প্রত্যেককে ১৫০০টাকার ব্যক্তিগত বন্ডে জামিন দেওয়া হয় এদিন।
এসবের মধ্যে সিটের একটি দল এদিন আমতায় আনিসের বাড়ি গেলে জানাগেছে আনিসের বাবা সালেম খান শারীরিক অসুস্থতার কারনে কারোর সাথে কথা বলতে চাননি। সিটের সদস্যরা এদিন ঘন্টা দুয়েক আনিসের বাড়ির সবকিছু ঘুরে দেখেন।