বঙ্গে উপনির্বাচনের প্রচারে আসতে পারেন মিঠুন দা , এই নিয়ে জল্পনার মধ্যেই ভিডিও বার্তায় বোন অগ্নিমিত্রার হয়ে ভোট চাইলেন মহাগুরু।
আগামী ১২ই এপ্রিল আসানসোল লোকসভা কেন্দ্রে কেন্দ্রে , যে আসনে ২০১৪ থেকে ২০১৯ সালেও গেরুয়া ঝড় ছিল অব্যাহত , কিন্তু সময়ের সাথে সাথে জলও গড়িয়েছে বহুদূর।দুবারের সংসদ বাবুল সুপ্রিয় এই মুহূর্তে ফুলবদল করে বিধানসভা উপনির্বাচনে বালিগঞ্জ কেন্দ্র থেকে তৃণমূলের প্রার্থী। আর সেই কেন্দ্রেই উপনির্বাচনে লড়ছেন অগ্নিমিত্রা পাল। প্রচার শুরু করলেও , রাজ্য বিজেপি নেতৃত্বকে এখনো পর্যন্ত কোমর বেঁধে রাস্তায় নামতে দেখা যায়নি।
এই টালমাটাল পরিস্থিতির মধ্যেই আসানসোলবাসীর উদেশ্যে ভিডিও বার্তা মহাগুরুর।চোখে কালো চশমা, পরনে গেরুয়া জামা , চাদর এবং মাথায় টুপি – এমনই অবতারে দেখা দিয়েছিলেন মিঠুনদা। যদিও তিনি ভিডিওয়ের শুরুতেই জানিয়েছেন কোনো ফ্যাশন নয় বরং চোখে ছানি অপারেশনের জন্যই তিনি কালো চশমা পরে রয়েছেন। এছাড়াও সশরীরে প্রচারে আসার প্রসঙ্গে তিনি জানান, কিডনিতে পাথর ধরা পড়েছে, তারও অপারেশান হবে আর সেই কারণেই ভিডিও বার্তাকেই অবলম্বন করতে হয়েছে।
মহাগুরু আরও জানিয়েছেন, অগ্নিমিত্রা ভালো ঘরের মেয়ে , কোনোকিছুর স্বার্থ নেই , শুধুমাত্র মানুষের কাজ করতেই অগ্নি ভোটে দাঁড়িয়েছে।সাধারণ মানুষের উদেশ্যে তিনি বলেন “ভয় না পেয়ে ভোট দিতে হবে। গ্যারান্টি দিয়ে বলছি ও সুখে, দুঃখে সব সময় পাশে থাকবে।’’
এরই সঙ্গে তিনি নিজের পরিবারের সাথে অগ্নির সম্পর্কের কথাও বলেছেন।