আজ, বুধবার হতে চলেছে রাজ্যের ১০৭টি পুরসভার ভোট গণনা। সকাল ৮ টা থেকে শুরু হয়েছে ২,১৭১টি টি কেন্দ্রের ভোট গণনা পর্ব। সকাল থেকেই প্রশাসনিক আধিকারিকরা কঠোর নিরাপত্তার বলয়ে মুড়ে ফেলেছেন ভোট গণনা কেন্দ্র গুলি।প্রশাসনের তরফে ড্রোনের মাধ্যমে নজরদারি চালানোর পাশাপাশি মোতায়ন রয়েছে বিশাল পুলিশ বাহিনী।
আর ইতিমধ্যেই বসিরহাট মহাকুমার টাকি, বাদুড়িয়া ও বসিরহাট পৌরসভা সহ মোট ৫৬টি ওয়ার্ড মধ্যে আটটি ওয়ার্ডে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস।