
শুক্রবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে মুর্শিদাবাদের দৌলতাবাদ থানার রুহে পালপাড়া জতি ইটভাটার কাছে তল্লাশি চালিয়ে দৌলতাবাদ থানার ওসি দেবাশীষ ঘোষ সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা আটক করে এক যুবককে ।সূত্রে খবর, জলঙ্গি থানার টলটলিপাড়া এলাকার বাসিন্দা ধৃত আব্বাস মন্ডলের কাছ থেকে উদ্ধার করে দুটি ওয়ান শাটার পিস্তল ও ৪ রাউন্ড গুলি।পুলিশ সূত্রে খবর, আগ্নেয়াস্ত্র গুলি বাংলাদেশে পাচার করার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল।ধৃত আব্বাস মন্ডল কে শনিবার জেলা আদালতে তোলা হলে বিচারকের কাছে সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন জানায় পুলিশ। এ ঘটনায় কে বা কারা জড়িত আছে তার তদন্ত শুরু করেছে দৌলতাবাদ থানার পুলিশ।