কলকাতা : সামনেই মাধ্যমিক পরীক্ষা , ২ বছরের ভয়াল অভিজ্ঞতা কাটিয়ে আবারও অফলাইন পরীক্ষায় মাধ্যমিক পরীক্ষার্থীরা। আর এবার মাধ্যমিক পরীক্ষার্থীদের সুবিধার কথা মাথায় রেখে এদিন কন্ট্রোল রুম খুললো মধ্যশিক্ষা পর্ষদ। জানা গিয়েছে , পরীক্ষার্থীদের প্রয়োজনের পাশাপাশি স্কুলের প্রধান শিক্ষক এবং অভিভাবকদের যে কোনো রকম প্রয়োজনে তারা যোগাযোগ করতে পারেন কন্ট্রোল রুমের সাথে।
- কন্ট্রোল রুমের নম্বর : ০৩৩-২৩২১৩৮২৭ অথবা ০৩৩-২৩৫৯২২৭৪।
- তাছাড়াও মেইল করতে পারবেন : madhyamik.parikshya@gmail.com
চলতি বছর মাধ্যমিক পরীক্ষা দেবেন প্রায় ১১ লক্ষ ৩০ হাজার পড়ুয়ারা। পরীক্ষা শুরু হতে চলছে আগামী ৭-ই মার্চ ,শেষ হবে ১৬-ই মার্চ। পরীক্ষার শেষ দিন পর্যন্ত এই কন্ট্রোল রুম কাজ করবে বলে জানানো হয়েছে