আবারও সুন্দরবনে কাঁকড়া ধরতে গিয়ে ম্যানগ্রোভের জঙ্গল থেকে বাঘে টেনে নিয়ে গেলো গোসাবার এক ধীবরকে। সুন্দরবন উপকূলে গোসাবা ব্লকের সাতজেলিয়া থানার ১০ নম্বর এলাকার বাসিন্দা বছর ৫১ এর কৃষ্ণপদ মন্ডল ও তাঁর তিন বন্ধু সুপদ মন্ডল ,বুদ্ধদেব মন্ডল ও আজগার আলি সর্দার নৌকা করে সুন্দরবনের জঙ্গল সংলগ্ন ঝিলা ৩ নম্বর খাঁড়িতে গিয়েছেন কাঁকড়া ধরার জন্য। জাল ফেলার পরে হঠাৎ করেই খাঁড়ির পার্শ্ববর্তী জঙ্গল থেকে একটি বাঘ কৃষ্ণপদ বাবুর ওপরে ঝাঁপিয়ে পরে তাকে টেনেহিঁচড়ে জঙ্গলের ভিতরে নিয়ে যায়। ঘটনার আকস্মিকতায় হতবাক হয়ে যান বাকিরা , তারপর লাঠি নিয়ে জঙ্গলের ভিতর গিয়ে তারা কৃষ্ণপদবাবুকে খুঁজে না পাওয়ায় গ্রামে ফিরে এসে তৎক্ষণাৎ খবর দেন বনদপ্তরে।
শেষ পাওয়া খবর অনুযায়ী , এখনো পর্যন্ত কৃষ্ণপদবাবুর কোনো খোঁজ পাওয়া যায়নি যদিও বনদপ্তরের আধিকারিকেরা খোঁজ শুরু করেছেন।
এলাকায় ছড়িয়েছে তীব্র আতঙ্ক।