দীর্ঘ করোনাকাল কাটিয়ে চলতি বছরে অফলাইনে পরীক্ষা দিয়েছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা। সূত্রের খবর অনুযায়ী, আগামী মাস অর্থাৎ জুন মাসের প্রথম সপ্তাহেই হতে চলেছে মাধ্যমিকের ফলপ্রকাশ। আপাতত জুনের ৩ তারিখটিকে বেছে নেওয়া হয়েছে ফলপ্রকাশের জন্য কিন্তু জানানো হয়েছে সবকিছুই নির্ভর করছে রাজ্যসরকারের অনুমতির ওপরে। রাজ্যসরকারের অনুমতি পেলেই ফলপ্রকাশের দিনক্ষণ ঘোষণা করে দেওয়া হবে।
মার্চ মাসের ১৬ তারিখ শেষ হয়েছিল চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা। সাধারণত পরীক্ষার ৩ মাসের মধ্যেই ফল প্রকাশিত হয় আর চলতি বছরেও মানা হচ্ছে সেই রীতিই। সবকিছু ঠিক থাকলে জুনের প্রথম সপ্তাহেই প্রকাশ পাবে মাধ্যমিকের ফল।
যদিও জানা গিয়েছে ফলপ্রকাশের আগে বেশকিছু প্রস্তুতি বৈঠক সারবেন আধিকারিকেরা। যেমন ,আজ দুই মেদিনীপুরের শিক্ষা আধিকারিকদের সঙ্গে বৈঠক রয়েছে মধ্যশিক্ষা পর্ষদের আধিকারিকদের। এরপর আগামী ২৩,২৫ তারিখ বৈঠক রয়েছে উত্তরবঙ্গের জেলা এবং বর্ধমান জেলার আধিকারিকদের সাথে।
এই প্রস্তুতি বৈঠকের পর রাজ্যসরকার অনুমতি দিলেই ঘোষণা করে দেওয়া হবে মাধ্যমিকের ফলপ্রকাশের দিন।