করোনা সংক্ৰমন কিছুটা কমার পর আবারো রাজ্যে শুরু হয়েছে পঠন-পাঠন। কিন্তু তা স্বাভাবিক অবস্থায় ফিরে আসার আগেই আবারো পঠন-পাঠন বন্ধ হয়ে গেল বিশ্বভারতীতে। সোমবারের মতো মঙ্গলবারও হোস্টেল খোলা সহ তিন দফা দাবিতে বন্ধ করে দেওয়া হল বিশ্বভারতীর সমস্ত বিভাগের পঠন-পাঠন, এমনকি বন্ধ হয়ে গেল পরীক্ষাও।
আন্দোলনের ৩৬ঘন্টা পরও বিশ্বভারতী কর্তৃপক্ষ এবং আন্দোলনকারীদের মধ্যে মীমাংসা না হওয়ায় মঙ্গলবার ঘেরাও করা হয় বিশ্বভারতীর কর্মসচিব আশিস আগরওয়ালের অফিস। তবে মঙ্গলবার ভোরের দিকে তিনি বেরোনোর চেষ্টা করলে নিরাপত্তা কর্মীদের সাথে পড়ুয়াদের ধস্তাধস্তি হয়, তবে শেষপর্যন্ত তিনি বেরোতে পারেননি।