আমফানে উপড়ে যাওয়া শতাধিক বছরের প্রাচীন বটগাছের অংশের হঠাৎ করে সোজা হয়ে যাওয়া, এবং সেই ঘটনাকে দৈবিক ঘটনা আখ্যা দিয়ে অকাল ষষ্ঠী পূজার আয়োজনে মাতলো দেগঙ্গার মির্জাপুর গ্রামের বাসিন্দারা। তবে যুক্তিবাদীদের মতে এমন ঘটনা ঘটতেই পারে না, যদি না তার পেছনে কোন মানুষের হাত থাকে।