করোনা পরিস্থিতির সংকটকালে, সবচেয়ে বেশি অসহায় সমাজের বয়স্ক নাগরিকেরা।
এমত অবস্থায় করণা আবহে শীর্ষ আদালত জানিয়ে দিল, প্রবীণ নাগরিকদের কাছে ঠিক সময় বয়স্ক ভাতা পৌঁছতে হবে। দেশের বিভিন্ন প্রান্তের বৃদ্ধাশ্রম গুলিতে আবাসিকদের কাছে সুরক্ষা বস্ত্র, মাছ এবং স্যানিটাইজার পৌঁছে দিতে হবে।
এও বলা হয়েছে প্রবীনদের থেকে কোনো অনুরোধ বা অভিযোগ এলে তাও খতিয়ে দেখতে হবে সরকারকে।