পাচারের উদ্দেশ্যে যাবার পথে বি এস এফ জওয়ানদের হাতে ধরা পড়লো প্রায় ৮লক্ষ টাকা মূল্যের শরীরের তাপমাত্রা মাপার অক্সিজেন পালস্ মিটার । বনগাঁর পেট্রাপোল সীমান্তে আইসিপি প্যাসেঞ্জার গেট এলাকায়, এদিন গভীর রাতে একটি ট্রাকে করে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিলো, ৪৯৮ টি অক্সিজেন পালস্ মিটার এবং কিছু মেয়েদের পোশাক। কর্তব্যরত বিএসএফ জওয়ানদের ওই ট্রাকটি কে দেখে সন্দেহ হলে, ট্রাকটি আটক করে তল্লাশি চালালে, ভেতর থেকে উদ্ধার হয় অক্সিজেন পালস্ মিটার গুলি। আটক করা হয় বনগাঁর নেতাজি নগর এলাকার বাসিন্দা, ট্রাক চালক জনি বৈদ্যকে। এরপর বিএসএফের পক্ষ থেকে অভিযুক্ত ট্রাকচালককে তুলে দেওয়া হয় বনগাঁ থানার পুলিশের হাতে। সমস্ত অক্সিজেন পালস্ মিটার গুলিকে বাজেয়াপ্ত করেছে পেট্রাপোল থানার পুলিশ। আটক করা হয়েছে ট্রাকটিকেও। অভিযুক্ত ট্রাকচালককে বনগাঁ আদালতে তোলা হয়েছে পেট্রাপোল থানার পুলিশের পক্ষ থেকে।