করোনা অতিমাড়ির ভয়ে যখন বিশ্ব কাঁদছে থর থর করে সেই সময়ে সংক্রমণের ঊর্ধ্বগতিতে লাগাম পরাতে রাজ্য সরকার যথাযথ ভাবেই সিদ্ধান্ত নিয়েছে সাপ্তাহিক দুদিন করে লক ডাউনের। কিন্তু নিজেদের বাঁচাবার বা বাঁচার বোধহয় বিন্দুমাত্র সাধ নেই এই বাঙ্গালী মানুষগুলোর। এরা বাংলায় বসবাস করে বলেই বলছি বাঙালি, কোন ভাষাভাষী জানিনা। দেখুন নির্লজ্জের মত বন্ধ চায়ের দোকানে বসিয়েছে মদের আসর। পুলিশের পক্ষে সম্ভব সারা রাজ্যে এমন লক্ষ লক্ষ আসর ভাঙতে যাওয়া!