স্বয়ং নগরপাল মনোজ ভার্মা জানিয়েছেন, এ মুহূর্তে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট এলাকায় করোনা আক্রান্তের সংখ্যা ৪ হাজার ২০০ জনের বেশি। সংখ্যাটা যে নিদারুন উদ্বেগজনক, তা বলে দেবার অপেক্ষা রাখে না। অথচ এই প্রতিকূল পরিস্থিতিতেও নিজেদের কাজ করেই যেতে হচ্ছে পুলিশ এবং সংবাদকর্মীদের। তাদের কথা মাথায় রেখে এদিন রাষ্ট্রায়ত্ত জাহাজ প্রস্তুতকারী সংস্থা টিটাগর ওয়াগণের পক্ষ থেকে বারাকপুর পুলিশ কমিশনারের কর্তব্যরত পুলিশকর্মী ও ওই এলাকায় কাজ করেন এমন সংবাদকর্মীদের জন্য নগরপাল মনোজ ভর্মার হাতে তুলে দেওয়া হল করোনার সাথে লড়াইয়ে অন্যতম হাতিয়ার পি পি পি কিট সহ অন্যান্য সরঞ্জাম। সাংবাদিকদের পক্ষ থেকে নগরপালের হাত থেকে পি পি ই কিট গ্রহণ করেন ব্যারাকপুর প্রেস ক্লাবের সভাপতি অরুণ ঘোষ।