আনলক-৩ চলছে। এরই মধ্যে রাজ্য সরকার ঘোষণা করেছে সাত দিনের পূর্ণ লকডাউন সূচি।
ঘোষণা করা হল ডাকঘর ও রান্নার গ্যাসের যোগান বন্ধ থাকবে, যদিও ডাক পরিষেবা এবং সিলিন্ডার বন্টন জরুরী পরিষেবার মধ্যেই পড়ে। এর আগেও যে বিচ্ছিন্ন লকডাউন রাজ্যে হয়েছিল তার মধ্যেও ডাক পরিষেবা এবং সিলিন্ডার বণ্টনকে ছাড় দেওয়া হয়নি।
বেঙ্গল সার্কেলের পোস্টমাস্টার জেনারেল সূত্রের খবর, রাজ্যের নির্দেশ মেনেই সারা রাজ্যের সমস্ত ডাকঘর বন্ধ থাকবে।
তবে খোলা থাকবে পেট্রল পাম্পগুলি।