পূর্বেই ঘোষণা করা হয়েছিল বর্তমান করোনা পরিস্থিতিতে চলতি বছরে অনুষ্ঠিত হবে না পৌষ মেলা। কিন্তু ঐতিহ্যবাহী পৌষ উৎসব পালন করা হবে বলে জানিয়েছে বিশ্বভারতী কতৃপক্ষ।
এবছর বিশ্বভারতীর শতবর্ষ। আর প্রতিষ্ঠা দিবসের শতবর্ষ উপলক্ষেই আগামী ৮ পৌষ একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হলো বিশ্বভারতীর আচার্য তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে।
এদিন শান্তিনিকেতন ট্রাস্ট, কর্মী পরিষদ এবং বিশ্বভারতী একটি বৈঠকে বসেন। বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণের সিদ্ধান্ত নেওয়া হয়।
যদি সব ঠিক থাকে , প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যদি বিশ্বভারতীর আমন্ত্রণে সাড়া দেন, তবে আগামী ২৪ ডিসেম্বর বীরভূমে আসবেন মোদি।
সূত্রের খবর অনুযায়ী, বৈঠকে ঠিক হয়েছে খুব অল্পসংখ্যক অতিথিকে নিমন্ত্রণ জানানো হবে। সমস্ত রকম করনা স্বাস্থ্যবিধি মেনে তবেই অনুষ্ঠানটি করা হবে।