দেশ জোড়া যখন বন্ধ সংসদের দরজাও, সেই বন্ধ দরজার ফাঁক দিয়েই কিন্তু বেশ কিছু অতি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে ফেলেছে কেন্দ্রীয় সরকার। বিরোধীদের অভিযোগ রেল, কয়লা সহ একাধিক কেন্দ্রীয় প্রতিষ্ঠান বেসরকারি হাতে তুলে দেবার জন্য লোকসভায় দীর্ঘ বিতর্কের প্রয়োজন ছিল। ছিল দেশের সমস্ত মানুষের মতামত নেওয়া। এদিন ওই সমস্ত কেন্দ্রীয় সিদ্ধান্তের বিরুদ্ধে ভাটপাড়া পোস্ট অফিসের সামনে একটি বিক্ষোভ কর্মসূচি পালন করল সি আই টি ইউ। করোনা অতিমাড়ির প্রভাব এড়াতে বিক্ষোভকারীদের পারস্পরিক দূরত্ব বজায় রাখার চেষ্টা ছিল লক্ষণীয়। বিশেষ করে রেল বেসরকারি করণের প্রতিবাদে এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন সিটু নেত্রী গার্গী চট্টোপাধ্যায়, রামপ্রসাদ কুন্ডু সহ অন্যান্য শ্রমিক নেতারা।