করনা সংকটকালে গত মার্চ মাস থেকেই বন্ধ করে দেওয়া হয়েছিল রাজ্য লটারি। অর্থ দফতর সূত্রের খবর ভিন রাজ্যের লটারির জিএসটি বাবদ রোজগার হচ্ছে, সেটি যথেষ্ট ।
রাজ্য লটারি বন্ধ করা হয়েছিল আরও একটি উদ্দেশ্য, নবান্ন চেয়েছিল রাজ্য লটারির খোলনলচে বদলে তাকে আরো শক্তিশালী করতে ।

কিন্তু সে পরিকল্পনা আপাতত জলে, নবান্ন সূত্রের খবর দেশে লটারির ব্যবসা করা ৮-৯ টি সংস্থার কেউই রাজ্য লটারির সঙ্গে যুক্ত হতে আগ্রহী নন। যার ফলে সংকটে পড়েছে রাজ্য লটারি এবং পশ্চিমবঙ্গ সরকার।