আর্জেন্টিনীয় তারকা হলেও বিশ্বের নানা জায়গায় ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে তার অসংখ্য ভক্তেরা। ফুটবল প্রেমী ভারতে মারাদোনার ভক্ত সংখ্যা ছিল প্রচুর। এরই মধ্যে অন্যতম কয়েক মাস বলিউড অভিনেতা শাহরুখ খান।
মারাদোনার অকাল প্রয়াণে , তার প্রতি শেষ শ্রদ্ধা জানিয়ে শাহরুখ লিখেছেন, দিয়াগো ফুটবলকে আরো বেশি সুন্দর করে তুলেছিল। ওনাকে আজীবন মিস করবে সারা বিশ্ব।
মারাদনা যেভাবে এতদিন পৃথিবীকে বিনোদন, মোহিত করেছিলেন, সেভাবে স্বর্গ কেও তিনি মোহিত করবেন।
সবশেষে তিনি মারাদোনার আত্মার শান্তি কামনা করেছেন।
Diego Maradona….you made football even more beautiful. You will be sorely missed and may you entertain and enthral heaven as you did this world. RIP…. pic.twitter.com/PlR2Laxfj2
— Shah Rukh Khan (@iamsrk) November 25, 2020