হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন বিশ্ব ফুটবলের রাজপুত্র দিয়াগো আর্মান্দো মারাদোনা। বিশ্ব ফুটবলের ‘ব্যাড বয়’ মৃত্যুতে শোকাহত ফুটবলমহল।
মারাদোনার মৃত্যুতে শোকোস্তব্ধ মহানগরী কলকাতা। আর্জেন্টিনীয় মহাতারকা হলেও কলকাতার সঙ্গে মারাদোনার সম্পর্ক ছিল নিবিড়। ১২ বছর আগে কলকাতায় পা রেখেছিলেন মারাদোনা। তারপর ২০১৭ সালে আরো একবার এসেছিলেন কলকাতায়। দেখা হয়েছিল ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে।
সৌরভ গঙ্গোপাধ্যায়, মারাদোনার সঙ্গে পা মিলিয়েছিলেন ফুটবল খেলাতেও।
মারাদোনার মৃত্যুর খবর পেয়ে শোকাহত সৌরভ গঙ্গোপাধ্যায়। টুইট করে তিনি লিখেছেন, ‘আমার নায়ক আর নেই’। শোকে বিহ্বল সৌরভ লিখেছেন, তিনি ফুটবল দেখতেন শুধুমাত্র মারাদোনার এজন্যেই। শেষে তিনি লিখেছেন , ‘মাই ম্যাড জিনিয়াস রেস্ট ইন পিস’।
এভাবেই সারাবিশ্বের অনুরাগীদের কাঁদিয়ে চলে গেলেন বিশ্ব ফুটবলের জাদুকর।
My hero no more ..my mad genius rest in peace ..I watched football for you.. pic.twitter.com/JhqFffD2vr
— Sourav Ganguly (@SGanguly99) November 25, 2020