কেকেআরের চলতি মরশুমের আইপিএল এর শুরুটা হয়েছিল দুরন্ত গতিতে, পরপর ম্যাচ জেতা , আন্দ্রে রাসেলের ব্যাটিং ঝড় সব মিলিয়ে পয়েন্ট টেবিলেও বেশ ভালো জায়গায়তেই বিরাজ করছিলো তিলোত্তমার দল কিন্তু তারপরেই ছন্দপতন। পরপর ২ টি ম্যাচে ধাক্কা, দিল্লির কাছে ৪৪ রানে হার থেকে শুরু করে শেষ ম্যাচে ৭ উইকেটে হার হয়েছে কলকাতা বাহিনীর।
আর আজ আবারও রণে নামতে চলেছে কেকেআর বাহিনী , সামনে রাজস্থান রয়্যালস। ক্রিকেট বিশেষজ্ঞদের মতে আজ বড়ো পরীক্ষার মুখে কলকাতার খেলোয়াড়েরা। কারণ আজ কলকাতা মুখোমুখি হতে চলেছে সঞ্জু স্যামসন এবং জস ব্যাটলারের। এই দুই খেলোয়াড়ের ব্যাটিংয়ের দাপট কিন্তু আগেই দেখে ফেলেছে ক্রিকেটমহল। এই মুহূর্তে দাঁড়িয়ে কলকাতা শিবিরে বোলিংয়ের ক্ষেত্রে সফল নাম কিন্তু খুব একটা উঠে আসছেনা। যদি বরুন বা প্যাট কামিন্সের প্রসঙ্গে আসি তাহলে কিন্তু বলতেই হবে চলতি মরশুমে তারাও প্রচুর রান দিয়ে ফেলেছেন। এছাড়াও সুনীল নারিন কেমন বল করবেন তার ওপরেই নির্ভর করবে অনেককিছুই।অন্যদিকে রাজস্থানের বাঁহাতি পেসার টরেন্ট বোল্ট, যিনি চোটের জন্য বাইরে আছেন, তিনি আজ মাঠে নামবেন কিনা তা নিয়েও এখনো স্পষ্টত কিছু জানা যায়নি।
এবার যদি কলকাতার ব্যাটিংয়ের দিকে নজর দি তাহলে দেখা যাবে আন্দ্রে রাসেল ছাড়া কিন্তু বলতে গেলে প্রায় কেউই ধারাবাহিকতা বজায় রাখতে পারেননি। নীতিশ রানা , ভেঙ্কটেশ আয়ারও ফর্মে নেই বললেই চলে।
সুতরাং ,কলকাতার সামনে কিন্তু আজ কঠিন লড়াই। পয়েন্ট টেবিলে আবার ৪ এর মধ্যে জায়গা করতে হলে আজ জিততেই হবে আর শুধু তাই নয় ব্যাটিং ,বোলিং দুই ক্ষেত্রেই কিন্তু সফল হতে হবে নাইটদের।