কৃষি আইনের বিরোধিতায় ভারতীয় শ্রমিক ইউনিয়নের ডাকা বনধে্র সমর্থনে রেল ও রাস্তা অবরোধ ঘিরে দফায় দফায় উত্তেজনা ছড়ালো হাওড়া ডোমজুড়ে। এখানে বনধ্ সমর্থকদের সাথে বারংবার বিবাদে জড়াতে দেখা গেলো আইনরক্ষকদের, একই সাথে দেখা গেলো বনধ্ সমর্থকরা অবরোধ করেছেন রেল এবং সড়ক, এবং উভয় ক্ষেত্রেই অতি সক্রিয় ভূমিকা নিলো রাজ্য পুলিশ এবং আরপিএফ।