পাখির চোখ ২০২১ বিধানসভা নির্বাচন। ইতিমধ্যেই আম জনতার কাছে নিজেদের অবস্থান স্পষ্ট করতে ময়দানে নেমেছে গেরুয়া শিবির। পাল্টা সরকারি কর্মসূচি ‘দুয়ারে সরকার’কে হাতিয়ার করে সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগের চেষ্টায় রাজ্যের শাসকদল। রাজ্য সরকারের , নতুন এই উদ্যোগের সূচনা হয়েছিল গত পয়লা ডিসেম্বর , যার তৃতীয় দিনেও সাধারণ মানুষের ভিড় লক্ষনীয়। এদিন পানিহাটি পৌরসভা ৮ , ৯ এবং ১০ নম্বর ওয়ার্ডের জন্য আগরপাড়া মহাজাতি বিদ্যাপীঠ স্কুল আয়োজন হল ‘ দুয়ারে সরকার ‘ কর্মসূচি । এই প্রকল্প তৃতীয় দিনের কর্মসূচি পালনের তদারকি করতে এদিন হাজির ছিলেন পানিহাটি পৌরসভা প্রাক্তন উপ পৌরপ্রধান বর্তমান প্রশাসক মন্ডলীর সদস্য মলয় রায়। এছাড়াও উপস্থিত ছিলেন ৮ , ৯ এবং ১০ নম্বর ওয়ার্ডের কো-অর্ডিনেটর অনুপম দত্ত, কৌশিক চ্যাটার্জি, স্বপ্না মজুমদার প্রমূখ।