আগের সপ্তাহেই শীত জাকিয়ে এসেছে বঙ্গে।কিন্তু মাঝখানে পারদ খানিকটা চড়লেও আবহাওয়াবিদরা জানাচ্ছেন, সপ্তাহের শেষেই আবারো নামবে পারদ।অর্থাৎ শীতে কাবু হয়েই ২০২১ বরণ করবে কলকাতাবাসী। ইতিমধ্যেই উৎসবের আলোয় সেজে উঠেছে কলকাতা। ভিড় বাড়তে শুরু করেছে পার্কস্ট্রিট , অ্যালেন পার্ক থেকে শুরু করে চিড়িয়াখানা, ময়দানেও।
এবার আবহাওয়া দপ্তর জানিয়ে দিলো, চলতি সপ্তাহের শেষের দিকেই জাকিয়ে শীত পড়তে চলেছে বঙ্গে।মাঝে ১১ ডিগ্রি তে পারদ নেমে গেলেও চলতি কয়েকদিন ধরে শীতের সেই তেজ নেই। কিন্তু শীতপ্রেমী বাঙালিকে হতাশ হতে বারণ করছে আবহাওয়াবিদরা, খুব শীঘ্রই আবারো শহর কাঁপাতে হাজির হতে চলেছে শীত।