সবেমাত্র পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ার পর শুরু হয়েছে পর্যটন শিল্প। দীর্ঘদিন ঘরবন্দি থাকার পর শহরবাসীর ডেস্টিনেশান হয়ে দাঁড়িয়েছে কাছের মধ্যে উত্তরবঙ্গ। যাত্রী চাহিদার কথা মাথায় রেখে এবার উৎসবের মরশুমের আগেই উত্তরবঙ্গমুখী ট্রেন বাড়ানোর সিদ্ধান্ত নিলো রেল কতৃপক্ষ।
পূর্ব রেল তরফে জানানো হয়েছে,কাল অর্থাৎ ২৪ ডিসেম্বর থেকে স্পেশাল ট্রেন চালানো হবে। কলকাতা স্টেশন থেকে আলিপুরদুয়ার জংশন পর্যন্ত একটি বিশেষ ট্রেন চালাবে পূর্ব রেল। ট্রেনটি রাট ৮:৩৫ মিনিটে কলকাতা স্টেশন থেকে ছাড়বে ,পরদিন বেলা মধ্যে ট্রেনটি আলিপুরদুয়ারে পৌঁছে যাবে। কিন্তু যাত্রীদের ভাড়া ছাড়াও কিছু বাড়তি টাকা দিতে হবে টিকিটের দাম হিসেবেই। ওই বিশেষ ট্রেনটিতে সব আসন সংরক্ষিত থাকবে।